অনলাইন ডেস্ক:
গৌরীপুর মতলব সড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শুক্রবার আনুমানিক দুপুর দেড়টায় উপজেলার বিটেশ্বর ইউনিয়নের মাদলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করে।
দাউদকান্দি মডেল থানার সাব-ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।