Header Border

ঢাকা, রবিবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ (শীতকাল)
শিরোনাম
রাঙ্গামাটিতে শাহরাস্তি প্রেসক্লাবের ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ মতলব উত্তরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক মতলব উত্তরে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগীতায় সহস্রাধিক ক্ষুদে শিক্ষার্থীর  হাজীগঞ্জে বড়কুল নব-দিগন্ত সুপার লীগ সিজন- ২ এর পুরস্কার বিতরণ নবায়নযোগ্য শক্তির পথে নারায়ণগঞ্জ, এলএনজি আমদানি বন্ধের দাবি মতলব উত্তরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী  ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি পদে মান্নান লস্কর  ও সহ-সভাপতি পদেমিন্টু মিয়া নির্বাচিত  ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে হলে আইন সভায় আমাদের প্রতিনিধিত্ব করতে হবে ….মাও. মো. বিল্লাল হোসেন মিয়াজী জেলা রিক্সা ভ্যান অটো চালক দলের আহবায়ক কমিটির পরিচিতি সভা 

ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী 

 

কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয়
—- আতাউর রহমান ঢালী
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী বলেছেন, কতটা নির্লজ্জ হলে দেশ থেকে পালিয়ে গিয়ে  শেখ হাসিনা উস্কানিমূলক বক্তব্য দেয়। তিনি জনগণ থেকে পালিয়ে গিয়ে জীবন বাঁচিয়েছেন। যদি তিনি জনগনের হাতে পড়তেন, তাহলে তিনিই জানেন তার অবস্থা কি হতো। কি কারণে তাকে পালিয়ে যেতে হয়েছে সেটিও তিনি জানেন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার দীর্ঘ দিনের স্বৈরশাসন, অন্যায়, অত্যাচার, মানুষের বাক স্বাধীনতা হরণ থেকে শুরু করে গুম, খুনসহ এমন কোন অপকর্ম নেই যেটা শেখ হাসিনা এবং তার সরকার করে নাই। তারপর সে ভারতে বসে এখন উস্কানি দিচ্ছে। কিছু কিছু লোক উনার উস্কানির ফাঁদেও পড়ছে। বিএনপি কোন উস্কানির ফাঁদে পড়ছে না।
এই নেতা বলেন, দ্রুত নির্বাচন হলে দেশের বর্তমান যেসব সমস্যা আছে, সেগুলো দ্রুত সমাধান হবে। বিএনপি কখনই আইন হাতে তুলে নেয়াকে বিশ^াস করেনা। আমরা চাই সরকার যে ট্রাইবুন্যাল গঠন করেছে সেখানে অপরাধীদের বিচার হবে। আমরা আইনের শাসনকে বিশ^াস করি বলে তাদেরকে আইনের হাতে সোপর্দ করবো। তখন জনগণই তাদের বিষয়ে সিদ্ধান নিবে।
আতাউর রহমান বলেন, প্রতিশেী দেশ ভারককে আহবান জানাবো শেখ হাসিনা যাতে সেখানে বসে এই ধরণের উস্কানিমূলক বক্তব্য না রাখেন। এই বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা ভারত সরকারকে আহবান করবো। আমরা মনে করি ভারত শুধুমাত্র আমাদের প্রতিবেশী নয়, তারা আমাদের বন্ধু দেশ। বন্ধু দেশে বসে তিনি কেন উস্কানিমূলক বক্তব্য দিবেন। উনারত বক্তব্য দেয়ার অধিকার নাই। উনি বাংলাদেশ এবং রাজনীতি থেকে পালিয়ে গেছেন। এখান থেকে অন্য কেউ পালিয়ে যায়নি। শেখ হাসিনাই একমাত্র লোক, যিনি দেশ থেকে পালিয়েগেছেন।
তিনি বলেন, আপনারা জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন। এর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করা। আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়া অর্থাৎ দেশের চলমান অবস্থার সাথে এই শিক্ষার চাহিদা রয়েছে কিনা। আমরা আধুনিক শিক্ষার ব্যবস্থা করতে চাই। দেশের চাহিদানুসারে শিক্ষা ব্যবস্থা গড়ে না উঠায় যুবকরা বেকার। বিএনপি ওই অবস্থান থেকে বের হয়ে চাহিদার আলোকে শিক্ষা ব্যবস্থাকে উন্নতি করতে চায়। তারেক রহমান বলেছেন শিক্ষা ব্যবস্থাকে আধুনিক করার জন্য গবেষণা ওপর গুরুত্ব দিয়েছেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব দেন প্রাক্তন শিক্ষার্থী ভিখারুদ্দৌলা চৌধুরী, মো. সামসুল আলম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তানভীর হুদা, সদস্য অধ্যাপক ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন মো. বোরহান উদ্দিন, আলমগীর হোসেন, খালেকুজ্জামান, আনিসুর রহমান ও আতাউর রহমান।
আয়োজকদের মধ্যে বক্তব্য দেন মফিজুল ইসলাম শান্ত, মেহেদী হাসান রাফি, আবু নাসের শ্যামল, হেদায়েত উল্লাহ প্রধান, দেওয়ান গুলজার আলম, লায়ন এসএম মতিউর রহমান, এডভোকেট এসএম মফিজুল ইসলাম, মো. আলাউদ্দিন খান ও আশরাফুল ইসলাম শিকদার।
মো. জিয়াউদ্দিন ও জাকির হোসেন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিনা পারভীন। এর আগে সকালে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আরো পড়ুন  সাংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুলের জন্মদিনে কেক কাটা ও শুভেচ্ছার ঢল - Rknews71

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

রাঙ্গামাটিতে শাহরাস্তি প্রেসক্লাবের ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ
মতলব উত্তরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক
মতলব উত্তরে অঙ্গীকার বন্ধু সংগঠনের বর্ণ প্রতিযোগীতায় সহস্রাধিক ক্ষুদে শিক্ষার্থীর 
হাজীগঞ্জে বড়কুল নব-দিগন্ত সুপার লীগ সিজন- ২ এর পুরস্কার বিতরণ
নবায়নযোগ্য শক্তির পথে নারায়ণগঞ্জ, এলএনজি আমদানি বন্ধের দাবি
মতলব উত্তরে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য আটক

আরও খবর

error: Content is protected !!