হাজীগঞ্জের বড়কুল পূর্ব ইউনিনের বড়কুল নব-দিগন্ত সুপার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রæয়ারী) বিকালে বড়কুল দারুস সালাম জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজিব।
বড়কুল নবদিগন্ত সংঘ ও পাঠাগারের আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হাসান মাহমুদ, ইউপি সদস্য মো. জামাল উদ্দিন, ব্যবসায়ী হাফেজ মাওলানা তানভীর হাসান। পাঠাগারের সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য শেষে চ্যাম্পিয়ন দল প্রবাসী একাদশ ও রানারআপ দল এফ.এফ.ফাও যান একাদশের খেলোয়াড়দের হাতে প্রতিকি চেক ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।
এছাড়াও ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট বিজয়ীকে নাছিরকে পুরস্কৃত করা হয়। পাঠাগারের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন সোহাগের উপস্থাপনায় মো. মিজানুর রহমান, সেলিম মিয়া, মমিন হোসেন, আব্দুল হান্নান, আবুল কালামসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভিন্ন দলের ম্যানেজার ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, মজিব, টিটু, কাউসার, কামরুল, হারুন, মেহেরাব, আলাউদ্দিন, রাসেল, রাকিব ও মেহেদী, ইব্রাহিম, হারুনসহ সকল সদস্যবৃন্দ। এ সময় স্থানীয় ও এলাকাবাসীসহ ক্রীড়ামোদী কয়েক শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খেলায় ১০টি দল অংশগ্রহণ করে।