কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি :
চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক হযরত আলী ঢালী,সদস্য সচিব কাজী ইব্রাহিম জুয়েল,সিনিয়র যুগ্ন আহব্বায়ক সোলেমান ঢালী,কচুয়া উপজেলা বিএনপি’র সদস্য ওবায়েদ উল্যাহ ভুলনসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে কচুয়া-সাচার সড়কে আকানিয়া বিশ্বরোড এলাকায় এ মানবন্ধন কর্মমূচি পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গাজী মো. শাহজাহান সিরাজের পরিচালনায় এসময় উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান,সহ-সভাপতি মিজানুর রহমান পাঠান,যুগ্ন সাধারন সম্পাদক মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আলামিনসহ দলীয় নেতাকর্মীরা মানববন্ধনে অংশগ্রহন করেন।