হাজীগঞ্জ পৌরসভাধীন হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ ফেব্রæয়ারী) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন পরিচালকবৃন্দ ও শিক্ষকরা। একই সময়ে প্রাথমিক ও হাই স্কুল শাখার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
পরিচালক মো. তাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে পরিচালকদের মধ্যে বক্তব্য রাখেন, কাজী মনির হোসেন, শিক্ষকদের মধ্যে প্রধান শিক্ষক মহিবুর রহমান বিএসসি ও কেজি শাখার সমন্বয়ক মো. আলী আশ্রাফ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সহকারী শিক্ষক মো. শাহীন বিন সাঈদ।
পরিচালক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র উপস্থাপনায় বক্তব্য শেষে প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, পরিচালক শাহজাহান তালুকদার, আবুল হাসেম, শহীদুল ইসলাম, এনায়েত মজুমদার, আবু বকর ছিদ্দিক সুমন, হাজী রুহুল আমিন, আব্দুল কুদ্দুস, কাজী আব্দুল মফিদ, মনির হোসেন খন্দকার, হাসিবুল হাসান মজুমদার ডালাস ও মো. ইউসুফ আলীসহ অন্যান্য পরিচালক।
এছাড়াও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, হাই স্কুল শাখার শিক্ষক মো. আব্দুর রব, এমরান হোসেন টিটন, পারভীন আক্তার, মো. জসিম উদ্দিন, জান্নাতুল ফেরদৌস রুপা ও ছামিয়া সেলিম, কেজি শাখার শিক্ষক আসাদুজ্জামান রনি, নিলুফা ইয়াসমিন, শিরিনা আক্তার, হাওয়া আক্তার, সীমা আক্তার ও ঝুমু আক্তার। এসময় এলাকার গণ্যামান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।