ডিজিটাল তথ্যপ্রবাহের এই যুগে চাঁদপুরের শীর্ষ ও সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” সফলতার সাথে আট বছর অতিক্রম করে নয় বছরে পদার্পণ করেছে।
সংবাদকে নেশা হিসেবে গ্রহণ করা একঝাঁক তরুণ সাংবাদিকের হাত ধরে ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে প্রিয় চাঁদপুর। নির্ভিক, অনুসন্ধানী ও নিরপেক্ষ সাংবাদিকতাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে পোর্টালটি আজ এক দশকের দ্বারপ্রান্তে পৌঁছেছে। প্রতিষ্ঠার পরপরই নানা অনিয়ম, ভোগান্তি ও সমাজের উপেক্ষিত খবর তুলে ধরে এটি চাঁদপুরের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম হয়ে ওঠে।
শুরু থেকেই “সবার আগে সত্য সংবাদের প্রকাশ”—এই শ্লোগানে একঝাঁক নিবেদিতপ্রাণ তরুণ সাংবাদিক নিরলস পরিশ্রম করে যাচ্ছে। সংবাদ পরিবেশনের গুণগত মান ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে প্রিয় চাঁদপুর অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠার কয়েক মাসের মধ্যেই এটি চাঁদপুরের গণমাধ্যম জগতে আলোড়ন সৃষ্টি করে।
প্রথম থেকেই প্রিয় চাঁদপুর-এর ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম সিফাতের বলিষ্ঠ নেতৃত্বে বাণিজ্যের চেয়ে জনসেবার মানসিকতায় পোর্টালটি এগিয়ে যাচ্ছে। তাঁর বস্তুনিষ্ঠ সম্পাদনায় এটি গণমাধ্যমের শৃঙ্খলাপূর্ণ সংবাদ পরিবেশনায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রিয় চাঁদপুর শুধু ওয়েব পোর্টালেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়। www.priyochandpur.net এবং www.priyochandpur.com ওয়েবসাইটের পাশাপাশি “প্রিয় চাঁদপুর – Priyo Chandpurbd” ফেসবুক পেজেও নিয়মিত সংবাদ প্রচারিত হচ্ছে।
দেশের প্রথম ব্র্যান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুর ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি মহকুমা থেকে জেলায় উন্নীত হয়। ঠিক একই দিনে, ২০১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, জন্ম নেয় চাঁদপুরের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রিয় চাঁদপুর।
আজকের এই বিশেষ দিনে, প্রিয় চাঁদপুর পরিবার চাঁদপুরবাসীসহ দেশবাসীকে অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা জানায়। সফলতার এই পথচলা অব্যাহত থাকুক, এগিয়ে যাক প্রিয় চাঁদপুর!