জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা এলাকায় ১২ হাজার ৩০০ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৩৩টি কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হয়।
জানা গেছে, হাজীগঞ্জ পৌরসভা এলাকায় ১টি ভ্রাম্যমাণ কেন্দ্র’সহ ৩৩টি কেন্দ্রে ৬ হাজার ৩৬ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১ হাজার ৩’শ শিশুকে নীল রঙ্গের এবং ১২-৫৯ মাস বয়সি ১১ হাজার শিশুকে লাল রঙ্গের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
এদিন সকালে ৬-১১ মাস বয়সী ও ১২-৫৯ মাস বয়সি দুই শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। ক্যাম্পইনে অসুস্থ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়নি।