হাজীগঞ্জ পৌরসভাধীন স্বর্ণকলি হাই স্কুলে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দেশের সকল শহীদ ও বিদ্যালয়ের প্রয়াত পরিচালকদের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনায় শনিবার (১৫ মার্চ) বিকালে অনুষ্ঠিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দোয়া ও মোনাজাত করেন মাও. মো. আবুল বাসার।
এর আগে রমজানের তাৎপর্য বিষয়ক এবং বিদ্যালয় সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক মো. মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, পরিচালক মো. আবুল হাসেম, মো. তাজুল ইসলাম, কাজী মনির হোসেন, মোহাম্মদ হাবীব উল্যাহ, মো. মনির হোসেন খন্দকার, মো. রুহুল আমিন, মো. মাসুদ মজুমদার, মো. কুদ্দুছুর রহমান, মো. হাসিবুল হাসান ঢালাস,
বিদ্যালয়ের কেজি শাখার সমন্বয়ক মো. আলী আশ্রাফের উপস্থাপনায় রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভায় ও ইফতার মাহফিলে পবিত্র কোরআন মাজিদ ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন, মাও. আবুল বাসার ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও. মো. শাহীন বিন সাঈদ।
এসময় পরিচালক মো. শহিদুল ইসলাম, আবু বকর সিদ্দিক সুমন, জামাল হোসেন মিয়াজী, ইউসুফ আলীসহ জহির আহমেদ ও জহিরুল ইসলাম বাবুল, সহকারী শিক্ষক মো. আব্দুর রব, মো. এমরান হোসেন টিটন, মো. জসিম উদ্দিন, মো. আসাদুজ্জামান রনিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।