গ্লোবাল এডুকেশন হাব এর উদ্যোগে বিজ্ঞান ও কর্মমুখী শিক্ষায় ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ছাত্র প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ১ লা এপ্রিল মঙ্গলবার মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়া ফাউন্ডেশন এর উদ্যোগে উপজেলার সেন্দ্রা নিশ্চিন্তপুর এলাকায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সালাউদ্দিন ভুঁইয়ার সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এড. শাহজাহান মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারী অধ্যাপক মাও. আবুল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মো. কলিমউল্ল্যা ভুঁইয়া, নায়েবে আমীর মুজাম্মেল হোসেন পরান, পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসনাত পাটোয়ারী, জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাও. আবু জাফর প্রমুখ।