শহরের মুসলিম পাড়া এলাকায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসেবনের সরঞ্জামসহ কিশোর গ্যাংয়ের তিন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন—বিজয় (১৯), জিসান (১৮) ও অভি (১৮)।
মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প ও সদর মডেল থানা পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে শহরের মুসলিম পাড়ার একটি বাড়ি ঘিরে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানের সময় তাদের কাছ থেকে দু’টি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুরি, একটি কাঁচি, দুটি মোবাইল ফোন এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
এক কর্মকর্তা জানান, “এই তিনজন শহরের তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের সদস্য এবং একাধিক অপরাধে জড়িত থাকার প্রমাণ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের মতে, এই গ্যাং সদস্যরা এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি, মাদক সেবন ও ছিনতাইয়ের মতো অপরাধে লিপ্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং তাদেরকে আদালতে তোলা হবে। কিশোর গ্যাং নির্মূলে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথ বাহিনী