মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশ ২৩০ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে কচুয়া উপজেলার জগতপুর বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতাকৃত মাদক কারবারিরা হলো, হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের দক্ষিণ রায়চোঁ গ্রামের জবা মুন্সী বাড়ির মৃত এবায়েত উল্লাহর ছেলে মো. বিল্লাল হোসেন (৪৫), গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের হাজী বাড়ীর মিজানুর রহমানের ছেলে মো. আশ্রাফুল ইসলাম ওরফে সাগর (২৫)।
হাজীগঞ্জ পৌরসভাধীন ৪নং ওয়ার্ড মকিমাবাদ গ্রামের মজুমদার বাড়ীর আব্দুর রউফের ছেলে মো. কাউছার হোসেন (৩০) ও পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার সদর ইউনিয়নের ভান্ডারিয়া গ্রামের বেপারী বাড়ির মো. আ. হালিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২০)। বর্তমানে সে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামে বসবাস করে।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে কচুয়া উপজেলার জগতপুর পূর্ব বাজার ৪নং ওয়ার্ডে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের বন্ধ দোকান মেসার্স মা স্টীল হাউজের সামনে পাকা রাস্তার উপর থেকে ২৩০ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
মাদক বিরোধী এ অভিযান পরিচালনা করেন, জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান কায়কোবাদ ও সঙ্গীয় ফোর্স। পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়।