মোঃ জামাল হোসেনঃ
চাঁদপুরের শাহরাস্তির রাজাপুরে নৃরে মদিনা জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। (২৭ মে) শুক্রবার বাদজুমা রায়শ্রী উত্তর ইউনিয়নের রাজাপুরা মধ্যপাড়ায় এ জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায় রাজাপুর গ্রামের মধ্যপাড়ায় কোন মসজিদ না থাকায়, ১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দে স্থাপিত, রায়শ্রী উত্তর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়ায় গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে রাজাপুর মধ্যপাড়ায় নব-নির্মিত রাজাপুর নূরে মদিনা জামে মসজিদ নির্মিত হয়। শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে এ রাজাপুর নূরে মদিনা জামে মসজিদ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সম্পন্ন হয়।
মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোঃ নেয়ামত উল্লাহ আজহারী সাহেব। বিশেষ অতিথি ছিলেন অত্র মসজিদের খতিব মাওলানা হাফেজ মোঃ কাউছার হোসেন জালালী, মসজিদের সহ-সভাপতি মোঃ মানিক হোসেন, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী, কোষাধক্ষ্য মোঃ কাদের সরদ্দার, সদস্য মোঃ মহিন, মোঃ খোরশেদ আলম, মোবারক হোসেন, সুলতান আহমেদ, এনাম, মোজাম্মেল হোসেন,আমির হোসেন, দ্বিন মোহাম্মদ,আনোয়ার হোসেন,জহির হোসেন, শাহাদাত হোসেনসহ এলাকার মুসল্লিগণ।
মসজিদ পরিচালনার বিষয়ে বিভিন্ন উন্নয়ন ও দিকনির্দেশনা বক্তব্য রাখেন প্রধান অতিথি নেয়ামত উল্লাহ আজহারী। তিনি সন্তোষজনক উপস্থিতিতে দেখে, মুসল্লীরপ্রতি সন্তোষপ্রকাশ করেন, নিয়মিত মুসল্লীগন মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য অনুরোধ করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মসজিদের সাথে সংযুক্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে, এলাকা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি হজরত মওলানা মোঃ নেয়ামত উল্লাহ আজহারী।