মোহাম্মদ হাবীব উল্যাহ্ ||
হাজীগঞ্জে ”ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ বিনির্মানে, সেবা ও সুযোগ প্রান্তজনে” এই প্রতিপাদ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন শীর্ষক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে এ অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে প্রথম ভাতা কার্যক্রম শুরু করেন।
যার ফলে বর্তমানে সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় সারাদেশে সাড়ে তিন হাজার কোটি টাকা বিতরণ করছে। এর অংশ হিসাবে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০ কোটি বিতরণ হয়ে থাকে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি।
এ সময় বক্তব্য রাখেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, হাটিলা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, গন্ধর্বপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু ও দ্বাদশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম বকাউল।
এছাড়াও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, মো. নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, একেএম মজিবুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।