কবির আহমেদ:
” সময়মতো নিলে পরিবার-পরিকল্পনা পদ্ধতি,শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি”-এই আদর্শিক প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান অনাড়ম্বর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অত্র ইউনিয়নের সেবা ও প্রচার সপ্তাহ-২০২২ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা বিষয়ে দিক-নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ।
তিনি বলেন,”নিরাপদ মাতৃত্বে আমরা সবাই” এই আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সরকার তৃনমূলে মাঠ পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন।এর সুফল এখন দেশের জনগণ ভোগ করছেন।
তিনি আরো বলেন,অত্র ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রে গর্ভবতী মা’দেরকে যথাসময়ে নিয়ে আসবেন এবং সঠিক সেবা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অত্র ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন।
অনুষ্ঠান পরিচালনা করেন,অত্র ইউনিয়নের পরিবার-পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ ইসমাইল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোঃ সাইদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি বৃন্দ,সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য,
প্রতিবছরের ন্যায় হাজীগঞ্জ উপজেলা পরিবার-পরিকল্পনা অফিসের উদ্যোগে ইউনিয়ন ভিত্তিক কার্যক্রম শনিবার (১৭ ডিসেম্বর) সকালে ৭ নং বড়কুল পশ্চিম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনাড়ম্বর পরিবেশে সেবা ও প্রচার সপ্তাহের উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে জনপ্রতিনিধিবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থথিত ছিলেন।
উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা এর নিরলস প্রচেষ্টায় হাজীগঞ্জে প্রতিটি ইউনিয়নে নরমাল ডেলিভারি, শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পরিস্কার -পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও পুস্টি বিষয়ে সচেতনমূলক সভা-সমাবেশ করে সারাদেশের মধ্যে মডেল সৃষ্টি করেছেন। তাঁর এই মহৎকর্মের জন্য সচেতনমহল সন্তোষ প্রকাশ করেছেন।