কবির আহমেদ:
মহান বিজয় দিবস-২০২২ খ্রিস্টাব্দ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত কেরাম ও দাবা প্রতিযোগিতায় বিজয়ী ও রানার্স আপদের মাঝে বিজয় দিবসের পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে।
রোববার (১৮ ডিসেম্বর) রাতে সমিতির কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অত্র সমিতির সভাপতি আলহাজ্ব আশফাকুল আলম চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালন করেন মোঃ হায়দার পারভেজ (সুজন)।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মুন্সী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ব্যবসায়সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মিজানুর রহমান,সহ-সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হোসেন,দপ্তর সম্পাদক মোঃ আবুল কাশেম,প্রচার সম্পাদক মোঃ ইমামুল হাসান হেলাল ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আবু নোমান রিয়াজ,শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাসেম,ওয়ার্ড কমিশনার জিসান আহম্মেদ সিদ্দিকী,সদস্য মোঃ অলি উল্ল্যাহ সহ সমিতির সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় কেরামে চ্যাম্পিয়ন দ্বৈত কাজী খোকন ও জসিম উদ্দিন রতন,একক,দাবা ও রানার্স আপদের হাতে পুরস্কার তুলে দেন।