মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্যারেন্টস ডে, টিফিন উৎসব, সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের শৈশব যে ভাবে কেটেছে তা এখন খুঁজে পাওয়া যায় না। সামাজিক সম্পর্ক নেই বললেই চলে। আগের মতো সামাজিক মর্যাদা দিতে আমরা ভুলে যাই। আমরা একসাথে বসে খাবার খেতে ও সময় পাইনা। আমাদের সম্মানের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। পিতা মাতার সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে সন্তান। আপনারা কি খবর রাখছেন রাত ১২ টার পর ল্যাপটপ বা মোবাইলে আপনার সন্তান কি করছে এবং কি দেখছে। আপনাদের সন্তানের নৈতিক অবক্ষয় ঘটে এমন নিষিদ্ধ কিছু দেখছে কিনা তা দেখার দায়িত্ব আপনাদের। জিপিএ ফাইভ কতজন পেল তা মূখ্য বিষয় নয়, আপনার সন্তান ঠিকমতো লেখাপড়া করছে কিনা তা দেখতে হবে। মনে রাখতে হবে জিপিএ ফাইভ যেন গলার কাঁটা না হয়ে যায়। জোর করে সার্টিফিকেট অর্জন করে কোন লাভ নেই। শিক্ষা জীবন শেষ করে যখন চাকরি না পাবে তখন এ শিক্ষা কাজে আসবে না। তাই এখন থেকেই কর্ম মূখি হতে হবে। নিজেকে উদ্যোগ্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। বিয়াম ল্যাবরেটরি স্কুলের উদ্দেশ্যে তিনি বলেন, শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে উদ্বুদ্ধ করতে হবে। বিদ্যালয়ের সমস্যা গুলো চাহিদা মোতাবেক পূরুন করার চেষ্টা করবো।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক, ইমাম হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রধানীয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সহিদ হোসেন।
সভা শেষে অতিথিবৃন্দ পিঠা উৎসবের স্টল ঘুরে দেখেন। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী টিফিন উৎসব, সার্টিফিকেট বিতরণ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।