‘পরিশুদ্ধ বাংলাদেশ চাই’ এই প্রত্যয় নিয়ে চাঁদপুর মতলব উত্তরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আজহারুল হক মুকুল এর নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারী) সকালে উপজেলার ইসলামীয়া মার্কেট নতুন বাজারে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে আজহারুল হক মুকুল বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা গত বছরের ১৩ জুলাই রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন। তিনি আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার উদ্যোগ নিয়েছেন, তা আমার নেতা তারেক রহমান আগে থেকেই দিয়ে দিয়েছেন। আর এটা কাজে লাগালে বর্তমান সরকারের জন্য সহায়ক হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা সহ-সভাপতি আ. গণি তপাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, এখলাছপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, উপজেরা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান নোমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রাসেল মিয়াজী, আ. মান্নান তালুকদার, আ. কাদির বেপারী, সালাউদ্দিন মিয়াজী’সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।