মোঃ জামাল হোসেন:
শাহরাস্তিতে মারকাযুন নূর মহিলা মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ সম্পূর্ণ হয়েছে। ৫ জানুয়ারি বৃহস্পতিবার সকালে কালিয়াপাড়া মারকাযুন নূর মহিলা মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা মিলনায়তনে এ সবক ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শিহাব উদ্দিন সাঈফির সভাপতিত্বে সবক প্রধান অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। প্রধান বক্তা ছিলেন হাজিগঞ্জ বড় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা আনাছ মাদানী, শুভেচ্ছা বক্তব্য রাখেন এশিয়ান টিভি, বিটিভি এবং বিটিভি ওয়ার্ল্ড এর আলোচক হাফেজ মাওলানা নাজমুল হাসান আনছারী, আমন্ত্রিত মেহমান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোস্তফা কামাল, ইমরান কবির, মাওলানা তালহা, ইমরান হোসেন পাটোয়ারী, হাফেজ রায়হান পাটোয়ারী, মাওলানা জহির, ইমরান হোসেন প্রমুখ।
প্রধান মেহমানের বক্তব্যে বলেন এ ধরনের দ্বীনি প্রতিষ্ঠান ইসলামী মূল্যবোধ জাগ্রত করবে। অত্র এলাকার মানুষের সহযোগিতা নিয়ে এই মাদ্রাসাটি খুবই শীঘ্রই এই জনগনের আগ্রহী সন্তানদেরকে ইসলামিক শিক্ষায় জাগ্রত করে তুলবে।
এতে ইসলামের সু-শিক্ষায় ছায়ায় কোমলমতি শিক্ষার্থীরা কোরআন পাঠ করবে। এছাড়াও তিনি শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মাদ্রাসাটি যে কোন সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে কোরআন তিলাওয়াত করেন জাকিয়া সুলতানা, ইসলামী সংগীত পরিবেশন করেন সায়মা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সোহেল হোসেনসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষক, অভিভাবক ও সুধীজন।