আহসান হাবীব সুমন :
চাঁদপুরের কচুয়া মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতাহ বহুদ্বীনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ প্রধানের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত করেন, ভারতের রিয়াসাতে রামপুরের পীর সাহেব কেবলা ও সেরহিন্দ শরীফ দরবার এর হুজুর ঈমামে রব্বানী আবুল বারাকাত বদরুদ্দিন শায়খ আহমদ ফারুকি সেরহিন্দি মোজাদ্দেদ আলফেসানী রাঃ এর বর্তমান দোয়াগীর শায়খ আতিকুল্লাহ খান নক্সেবন্দি মুজাদ্দিদ ।
বৃহস্পতিবার শ্রীরামপুর মোহাম্মদীয়া জামে মসজিদের সংলগ্ন আব্দুর রশিদ প্রধানের কবর জিয়ারত শেষে মুনাজাতে অংশ গ্রহণ করেন, মরহুম আব্দুর রশিদ প্রধানের জৈষ্ঠ্য সন্তান শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা নাছির উদ্দিন প্রধান, কনিষ্ঠ পুত্র আলাউদ্দিন প্রধান, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার, সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন, মোস্তফা আনোয়ারীসহ মাদ্রাসার ছাত্র ও শিক্ষক বৃন্দ।