শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা কলেজের হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
কলেজের অধ্যক্ষ মো. সালাহ উদ্দিন ভূইয়া’র সভাপতিত্বে ও আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জহিরুল ইসলাম পাটওয়ারী।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মমিন মিয়া, সাবেক ভাইস প্রিন্সিপাল সাইফুল ইসলাম, কলেজের বিবিএ শাখার প্রভাষক আসমা সাদি, ইংরেজী প্রভাষক শারমিন সুলতানা প্রমূখ।
সভাপতির বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ , শিক্ষাবীদ ও সমাজকর্মী, শিক্ষাগবেষক প্রফেসার অধ্যক্ষ সালাহ উদ্দিন ভ‚ইয়া বলেন, আমি সকল ছাত্র ছাত্রীকে বিনা বেতনে এ বছর এবং আগামী বছরও সুযোগ সুবিধা রাখবো। আইডিয়াল কলেজের শিক্ষার মান ধরে রাখার জন্য আমার সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে।