ফাহাদ খাঁন:
ফরিদগঞ্জে অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামপুর যুব স্পোর্টস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফখরুল ইসলাম বুলবুল।
শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পূর্ব বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গ্রামে ২০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম বুলবুল সংক্ষিপ্ত এক বক্তব্যে বলেন, আমরা মানুষের কল্যাণে কাজ করি। সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে সমাজে উঠতি বয়সে শিশু কিশোরদেরকে মাদকের ভয়ংকর থাবা থেকে ফিরিয়ে আনা এবং খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ভাবধারার পরিবেশ তৈরি করা। এরই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি কিছু অসহায় মানুষকে এই শীতে একটু উষ্ণ রাখার জন্য। তাদেরকে আমরা কিছু কম্বল দেওয়ার চেষ্টা করেছি। আমাদের সংগঠনের এমন কার্যক্রম আগামীতেও ধারাবাহিকভাবে চলবে। আমরা সকলের সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।
কম্বল বিতরণকালে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।