মনিরুল ইসলাম মনির:
মতলব উত্তর উপজেলার ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২রা মার্চ) ঝিনাইয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্রীড়া ও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে পুরস্কার বিতরণ করা হয়।
বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নাছির উদ্দিন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুল ওয়াদুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গজরা ইউপি চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান, উপজেলা একাডেমি সুপার ভাইজার মো. সাইফুল ইসলাম, ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন, ছেংগারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল আল-আমীন সরকার, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য ফারুক হোসেন, ছেংগারচর জেনারেল চক্ষু হাসপাতালে স্বত্বাধিকারী সার্জেন্ট (অব.) আমান উল্লাহ সরকার, গজরা ইউপি’র ৯নং ওয়ার্ডের সদস্য হাসান ইমাম স্বপন প্রমুখ।
এসময় নাছির উদ্দিন মিয়া বলেন, শিশুদের মেধা বিকাশে শারীরিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই। তাই সরকার তৃনমূল পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। সেজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। যা বিগত কোন সরকার করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের বর্তমানে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে।
আবদুল কাইয়ুম খান বলেন, সুনাগরিক হতে শিক্ষার পাশাপাশি ক্রীড়ার বিকল্প নেই। শিক্ষার্থীরা যদি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকে তাহলে অনৈতিক কর্মকাÐ, সন্ত্রাস, মাদক তাদের স্পর্শ করতে পারবে না। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করছে। সুতরাং কন্যা সন্তানরা যাতে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে নজর রাখতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, তোমরাই দেশের ভবিষৎ। মাদক, সন্ত্রাস ও ইভটিজিং থেকে দ‚রে থেকে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তোমাদের অগ্রণী ভ‚মিকা রাখতে হবে।