শাখাওয়াত হোসেন শামীম:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের “৭ মার্চ ভাষণ দিবস” উপলক্ষে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মো: মাসুদ আহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা ও প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় তিনি বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এর গুরুত্ব বহুমাত্রিক। পাকিস্তানের অত্যাচারের বিষয়টি এ ভাষণের মাধ্যমে তিনি বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।
১৮ মিনিটের এই ভাষণটি ছিল অলিখিত। বঙ্গবন্ধুর এ ভাষণটি শুনে বাঙ্গালীরা মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ হয়েছিল। তিনি আরো বলেন এ ভাষণটি আমাদের ভবিষ্যত অনুপ্রেরণা হয়ে থাকবে। শিক্ষক পরিষদের সম্পাদক জনাব মোহাম্মদ মাকছুদুর রহমানের সঞ্চালনায় সকাল ১১টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। ৭ মার্চের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন উপাধ্যক্ষ জনাব মো: আনোয়ার উল্ল্যা,গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য ও ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান স্বপন কুমার পাল, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সেলিম, শিক্ষক প্রতিনিধি ও সহকারী অধ্যাপক প্রদীপ কুমার দাস, প্রভাষক সুমন মিয়া, প্রভাষক উজ্জ্বল হোসেন। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মোনাজাতে মুনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।