মোহাম্মদ হাবীব উল্যাহ্:
গত ফেব্রুয়ারী-২০২৩ইং মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি), শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই), শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই), সর্বোচ্চ মাদক উদ্ধারকারী ও ওয়ারেন্ট তামিলকারীর পুরস্কার এলো হাজীগঞ্জ থানায়। বুধবার (২২ মার্চ) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, পুরস্কারপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এদিন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার উপস্থিত অফিসার ও ফোর্সের কল্যাণমূলক কথা শুনেন এবং পুলিশের সুযোগ-সুবিধা সংক্রান্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা ও দিক-নির্দেশনা প্রদান করেন। এরপর গত ফেব্রুয়ারী-২০২৩ইং মাসে অভিন্ন মানদন্ডের আলোকে সর্বাধিক নম্বর প্রাপ্ত বিভিন্ন ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের মাঝে সম্মানান স্মারক প্রদান করেন পুলিশ সুপার মো. মিলন মাহমুদ।
এর মধ্যে চাঁদপুরের ৮ থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) মো. মিছবাহুল আলম চৌধুরী, শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও ওয়ারেন্ট তামিলকারী মো. রেজাউল করিম, ভালো কাজের স্বীকৃতি সরূপ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী মোহাম্মদ আব্দুল আজিজ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাতের উপস্থাপনায় এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দে’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।