শাখাওয়াত হোসেন শামীম:
হাজীগঞ্জ পৌরসভার খাটরা-বিলওয়াই মুন্সী বাড়িতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
পুলিশ গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
শুক্রবার ৭ এপ্রিল সকালে সরজমিন গিয়ে জানা গেলো বিলওয়াই গ্রামের বিল্লাল মুন্সীর মেয়ে তানিয়া আক্তার সুমি (২০)।
গত একবছর আগে পৌরসভার ৮নং ওয়ার্ড টোরাগড় বন্দে আলী মিস্ত্রি বাড়ীর ওমান প্রবাসী আবু সুফিয়ানের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।
স্বামী আবু সুফিয়ান প্রবাসে থাকায় দীর্ঘ পাঁচ মাস ধরেই বাবার বাড়ীতে তানিয়া। গেলো বৃহস্পতিবার স্বামী সুফিয়ানের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথপোকথন হয় তানিয়ার।
কিছু সময় যাওয়ার পর তানিয়ার ঘর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে ছুটে গিয়ে দেখেন নিথর দেহ ঘরের মেজেতে পড়ে আছে।
ওই অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা একটি প্রাইভেট হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানিয়ার বাবা বিল্লাল মুন্সী জানান, তানিয়া সুস্থ ছিলো। ঘটনার সময় হয়তো কারেন্ট সর্ট খেয়ে এমন হতে পারে।
এদিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরের প্রেরন করা হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হবে।