হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জাবীন ইসলাম সাবা সেরা প্রতিযোগী হয়ে পুরস্কৃত হয়। সে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে একটি ইভেন্টে দ্বিতীয় ও অন্য সবগুলো ইভেন্টে প্রথম স্থান অর্জন করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সেরা প্রতিযোগী হিসেবে তার হাতে পুরস্কার তুল দেন অতিথিবৃন্দ ও শিক্ষকরা। এসময় শিক্ষার্থী সাবা’র উজ্জ্বল ভবিষ্যত কামনা করে সকলের দোয়া চেয়েছেন, তার বাবা মো. জহিরুল ইসলাম মজুমদার।