কবির আহমেদ:
সরকারের নির্দেশনানুযায়ী সারাদেশের ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে বলাখাল জেএন হাইস্কুল এন্ড কারিগরি কলেজ আয়োজিত শুক্রবার (১৪ এপ্রিল) সকালে ১৪৩০ বঙ্গাব্দ বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনাসভা সম্পন্ন হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করেন,অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) এর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা বেগম।
অনুষ্ঠান সঞ্চালন করেন,প্রভাষক মোঃ ইমাম হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক (ধর্মীয়) মোঃ গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রভাষক ফাহিমা আক্তার,সিনিয়র শিক্ষক রীণা চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে,উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিনিয়র শিক্ষক ও সহকারী সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।