Header Border

ঢাকা, সোমবার, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনলা ও পুরস্কার বিতরণ মরহুম শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণে দোয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ। শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে নারী উদ্যোক্তা হাসিনা নিরাপত্তাহীনতায় ভুগছেন

নিজস্ব প্রতিবেদক:

হাজীগঞ্জে সফল নারী উদ্যোক্তা হাসিনা আক্তার শেলী নিজে ও তার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। ইতিমধ্যে তিনি হুমকি দাতার বিরুদ্ধে মামলা করেও রেহাই পাচ্ছেন না। এ জন্য তিনি সাংবাদিকদের মাধ্যমে জানান দিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাতে হাজীগঞ্জ বাজারস্থ ট্রাকরোডে টিআর কুটির শিল্পের সত্ত্বাধীকারী ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা হাসিনা আক্তার শেলী নিজ ব্যবসা প্রতিষ্ঠানে হাজীগঞ্জে কর্মরত সংবাদকর্মীদের সাথে মতবিনিময় কালে এমন মন্তব্য করেন। এসময় তিনি বলেন, এর আগে আমি প্রতারনার মামলায় গ্রেফতার হই। এখন জামিনে এসে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সুবিচার চাই।

মতবিনিময় সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রেখে বলেন, ব্যবসায়ীক কারণে আমার সাথে গত দুই বছর পূর্বে হাজীগঞ্জ বাজারের গ্লাস ও থাই ব্যবসায়ী আবু বকর ছিদ্দিক সোহাগের সাথে আমার পরিচয় হয়। এক সময় আমাদের মাঝে পারিবারিক সম্পর্ক গড়ে উঠে। এই সর্ম্পকের সুযোগে তিনি ব্লাক মেইল করে আমাকে ধর্ষণ করেন। যার মামলা আদালতে বিচারাধীন। ওই মামলায় তিনি জামিনে এসে আমাকে, আমার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে হুমকি-ধমকি দিয়ে আসছেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতা ভুগছি।

তিনি আরো বলেন, শুধু হুমকি-ধমকি নয়, আবু বকর ছিদ্দিক সোহাগ আমার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করেন। অথচ ওই চেকগুলো আমার হারিয়ে ছিল। যার কারণে আমি থানায় সাধারণ ডায়েরী করে সংশ্লিষ্ট ব্যাংকে অবহিত করি। তারপরও ওই মামলায় আমি পুলিশের হাতে গ্রেফতার হই। গ্রেফতারকালীন সময়ে তখন আমি অসুস্থ ছিলাম। আদালত অসুস্থতা দেখে আমাকে অস্থায়ী জামিন দেন।

সংবাদকর্মীদের মাধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সুবিচার চেয়ে হাসিনা আক্তার শেলী বলেন, আমি ধর্ষণের শিকার হলাম। আবার আমার পরিবারের সদস্যদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। যার ফলে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়েছি, তিনি আমার বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা দিয়েছেন। বিষয়টি আইনিভাবে সমাধান হবে। কিন্তু তিনি আমাকে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিয়ে আসছেন। তাই, আমি আপনাদের মাধ্যমে প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনীর কাছে সু-বিচার চাই।

আরো পড়ুন  বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মানে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দিতে হবে।

এ বিষয়ে আবু বকর ছিদ্দিক সোহাগের সাথে সংবাদকর্মীদের কথা হলে তিনি বলেন, আমি তার (হাসিনা আক্তার শেলী) কাছে টাকা পাই। কিন্তু তিনি আমার টাকা না দেওয়ার ফন্দি এটেঁ, উল্টো আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়েছেন এবং আমার মান-সম্মান নষ্ট করেছেন। এখন আবার আমার নামে আপনাদের (সংবাদকর্মী) কাছে মিথ্যা কথা রটাচ্ছেন। আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে, তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। আশা করি আমি সুবিচার পাবো।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

হাজীগঞ্জ স্বর্ণকলি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হাজীগঞ্জে কোন্দ্রা প্রিমিয়ার ক্রিকেট লীগ সিজন-৫ এর ফাইনলা ও পুরস্কার বিতরণ
মরহুম শহীদ আজাদ সরকার স্মরণে সরকার বাড়ি প্রিমিয়ার লিগ ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সম্পন্ন
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল
মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ
আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

আরও খবর

error: Content is protected !!