Header Border

ঢাকা, রবিবার, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণে দোয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ। শাহরাস্তি মডেল স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শাহরাস্তিতে ৫’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা দিলেন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানভীর ৫টি সেরা পুরষ্কার নিয়ে আরটিসি ট্রেনিং শেষ করলেন চাঁদপুরের রোটার‍্যাক্ট অমরেশ দত্ত জয় হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ভাই-বোনসহ ৫ মাদককারবারী আটক

মতলব উত্তরে লাইসেন্স ছাড়াই চলছে ১৭টি স’মিল : উজাড় হচ্ছে গাছপালা হুমকিতে পরিবেশ

নিয়ম-নীতির তোয়াক্কা না করেই মতলব উত্তর উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ স’মিল। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগের ছাড়পত্র এবং বৈধ লাইসেন্স ছাড়াই গড়ে উঠেছে ১৭টিরও বেশি স’মিল। কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারি না থাকায় উপজেলার যত্রতত্র গড়ে উঠেছে এসব মিল। ফলে উজাড় হচ্ছে পরিবেশবান্ধব গাছ-পালা। সেই সঙ্গে পরিবেশ মারাত্মকভাবে হুমকিতে পড়ছে। স’মিল স্থাপনে বন বিভাগের লাইসেন্স প্রাপ্তির পর নিতে হয় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। তবে সরকারি অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, বিনোদন পার্ক, উদ্যান, জনস্বাস্থ্য বা পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ কোনো স্থানের ২০০ মিটারের মধ্যে স’মিল স্থাপন করার নিষেধাজ্ঞা রয়েছে। এ ছাড়া যে কোনো সরকারি ট্রেজারি চালান জমা দিয়ে শর্ত মেনে লাইসেন্স গ্রহণ করতে হবে।

 

কিন্তু উপজেলায় ছেংগারচর পৌরসভাসহ ১৪ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৪৭টি স’মিল গড়ে উঠেছে। এর মধ্যে বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স রয়েছে ৩০ টির। বাকি ১৭ টি বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে গড়ে ওঠেছে। তবে অধিকাংশ স’মিলের মেয়াদোত্তীর্ণ রয়েছে পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স। বাকি সব স’মিল ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার একজন স’মিল মালিক জানান, মিল স্থাপনে লাইসেন্স নিতে হয় সে বিষয়ে আমার জানা নাই। তবে কিছুদিন আগে একজন সরকারি লোক আমার কাছে এসেছিলেন এবং তিনি লাইসেন্স করার কথা বলে গেছেন। কিন্তু কোথায় গিয়ে লাইসেন্স করতে হবে তা আমি স্পষ্ট জানি না। তার মিলে কর্মরত ৩ জন শ্রমিকের সঙ্গে কথা বললে তারা জানায়, কিভাবে দুর্ঘটনা এড়িয়ে মিলে কাজ করতে হয় সে বিষয়ে তাদের কোনো প্রশিক্ষণ নেই। সেই সঙ্গে নেই তাদের নির্ধারিত পোশাকও। বিগত সময় মিলের কাটিং মাস্টারের সঙ্গে জোগালির কাজ করে করে তারাও এখন কাটিং মাস্টার হিসাবে কাজ করছে।

আরো পড়ুন  হাজীগঞ্জের বাকিলা বাজারের তাজ হোটেলের খাবারে বিষাক্ত কিড়া!

উপজেলা বন কর্মকর্তার দায়িত্বে থাকা ফরেস্টার হাবিবউল্লাহ ফরাজি জানান, মতলব উত্তরে তালিকাভুক্ত স’মিল ৪৭ টি, এর মধ্যে বৈধ লাইসেন্স রয়েছে ৩০টির, আর ১৭টির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মিলের বৈধ লাইসেন্স করার জন্য বাকিদের নোটিশ প্রদান করা হয়েছে এবং ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুরে তালিকা প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, এ বিষয়ে বন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে : ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন জালাল
মাও. আরিফ উল্ল্যাহ ও মাও. কুদরত উল্ল্যাহ (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মতলব উত্তরে বৃত্তি প্রাপ্তদের মাঝে সনদ ও নগদ অর্থ বিতরণ
আলীগঞ্জ দারুস সুন্নাহ মাদরাসায় শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
ফরিদগঞ্জ প্রেসক্লাবে ভাষাশহীদ স্মরণে দোয়া ও সাধারণ সভা অনুষ্ঠিত
শাহরাস্তি পৌর শ্রমিক দলের ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শাহরাস্তিতে শিক্ষক সমিতির মিলন মেলায় উপস্থিতি নিয়ে সবাই হতাশ।

আরও খবর

error: Content is protected !!