মোহাম্মদ হাবীব উল্যাহ্:
রোটারী কাব অব হাজীগঞ্জের আয়োজনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রোটা. মরহুম অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীরমুক্তিযোদ্ধা রোটা. পিপি হারুন অর রশিদ মুন্সী ও হাজীগঞ্জ প্রেসকাবের প্রতিষ্ঠাতা সদস্য রোটা. আলী আশ্রাফ দুলালের স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ মে) প্রয়াতদের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন রোটা. পিপি জাফর আহম্মেদ।
এর আগে ভাইস প্রেসিডেন্ট রোটা. নুরে রহমান নবীনের সভাপতিত্বে প্রয়াতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, রোটা. পিপি আসফাকুল আলম চৌধুরী, রোটা. পিপি গৌতম সাহা, রোটা. মাসুদ ইবনে মিজান নিশান, আইপিপি রোটা. মানিক রায়, প্রেসিডেন্ট নমিনি রোটা. যুগল কৃষ্ণ হালদার, সেক্রেটারি রোটা. মো. হাবিবুর রহমান, রোটা. সফিকুল ইসলাম মীর, রোটা. সঞ্জয় কর্মকার, রোটা. মনির হোসেন, রোটা. ইমাম হোসেন প্রমুখ।
এ সময় মরহুমের পরিবারের উপস্থিত সদস্যদের প থেকে বক্তব্য রাখেন, ফয়সাল ইবনে আশরাফ রাজু ও মো. আতাউর রহমান অপু। এছাড়া রোটারেক্ট কাব অব হাজীগঞ্জ ও রোটারেক্ট কাব অব ডাকাতিয়া হাজীগঞ্জের সদস্যরা প্রয়াত রোটারিয়ানদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। শোকসভা ও দোয়া অনুষ্ঠানে কাবের অন্যান্য সদস্য ও মরহুমের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।