মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে আজ রোববার, ২০ ফেব্রুয়ারি এ তথ্য জানান তিনি। এর আগে গত ৩ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে করোনার সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় আরোপিত বিধিনিষেধ বাড়ানোর ঘোষণা দেয়। সেই ঘোষণা অনুযায়ী আগামীকাল সোমবার, ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ।এদিকে, দেশে করোনার সংক্রমণ তুলনামূলক অনেকটা কমে যাওয়ায় আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হচ্ছে। গত শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী। যদিও প্রাক-প্রাথমিকে মার্চ থেকে ক্লাস শুরুর কথা জানানো হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশে করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৪৪ জনে। একই সময়ে ২ হাজার ১৫০ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। এ ছাড়া নতুন করে আক্রান্তদের একটা বড় অংশ সুস্থ হয়ে উঠছেন।