পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে এবার গরুর হাঁট মাতাবে কচুয়া উত্তর
ইউনিয়নের তেতৈয়া মজুমদার বাড়ির কবির হোসেনের ষাঁড় কালা
রাজাবাবু । যার মূল্য হাকাচ্ছেন ৯ লাখ টাকা। প্রবাস ফেরত কবির
হোসেন প্রায় ৪বছর পূর্বে শখের বশবর্তী হয়ে পিজিয়ান জাতের
একটি ষাঁড়ের বাচ্ছা কিনেন। বাড়িতে এনে আদর করে তার নাম রাখেন
কালা রাজাবাবু। তিনি তার সন্তানদের মতোই ষাড়টিকে লালন পালন করতে
থাকেন। বর্তমানে বেশ মোটাতাজা কালো রঙের এই ষাঁড়টির উচ্চতা
৬ফুট ও লম্বায় ১০ ফুট। যার ওজন ১২শত কেজি। আসছে কোরবানি ঈদের
বাজারে তিনি তার শখের কালা রাজাবাবুকে বিক্রি করবেন বলে ৯লাখ
টাকা নির্ধারণ করেছেন।আগ্রহী ক্রেতাগণ তার গ্রামের বাড়ি
কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের উত্তর প¦ার্শের মজুমদার বাড়িতে সরাসরি
উপস্থিত হয়ে গরুটি দেখে ক্রয় করতে পারবেন বলে ষাঁড়ের মালিক জানান।
তাছাড়া ষাঁড় সম্পর্কিত কোন তথ্য জানতে চাইলে কবির হোসেনের
ব্যবহৃত ০১৮৮০-৯৯০১৮৩ অথবা ০১৮৭৫৭৭৩৯৩৬ মোবাইল নাম্বারে
যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন।