Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ  মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ  হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ

ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ান অ্যাওয়ার্ড পেলেন রোটা. মাহবুবুর রহমান সুমন

বেস্ট রোটারিয়ানের অ্যাওয়ার্ড পেলেন চাঁদপুর রোটারী ক্লাবের সেক্রেটারী (২০২৪-২৫), চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটা. মাহবুবুর রহমান সুমন। গত শনিবার (২৪ জুন) কুমিল্লা শহরের ফান টাউনের কনভেনশন হলে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর অ্যাওয়ার্ড সিরিমনিতে তাঁর হাতে ঐ পুরস্কার তুলে দেয়া হয়।

২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ এপ্রিল পর্যন্ত নিজ ক্লাব ও বিভিন্ন ক্লাবে অংশগ্রহণ, ডিস্ট্রিক্টের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, রোটারীর আন্তর্জাতিক অনুষ্ঠানে যোগদান, ক্লাব ও ডিস্ট্রিক্ট প্রজেক্টে অংশগ্রহণ ও আর্থিক অনুদান প্রদান এবং দি রোটারী ফাউন্ডেশন ও পোলিও ফান্ডে অনুদান প্রদান করায় রোটা. মাহবুবুর রহমান সুমনকে ডিস্ট্রিক্ট বেস্ট রোটারিয়ানের অ্যাওয়ার্ড দেয়া হয়। রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ২ শতাধিক ক্লাবের প্রায় ৪ হাজার রোটারিয়ানের মধ্যে তিনি ঐ পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রোটারী গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী, ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মো. মতিউর রহমান, ডিস্ট্রিক্ট ফার্স্ট জেন্টেলম্যান রোটা. পিপি মো. জিয়াউদ্দিন চৌধুরী, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডী রোটা. সামিনা ইসলাম ও পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ ও ডিস্ট্রিক্ট সেক্রেটারী জেনারেল রোটা. মোহাম্মদ শাহজাহান, সিনিয়র রোটারিয়ানসহ বিভিন্ন ক্লাবের সহস্রাধিক রোটারিয়ান অংশ নেন।

বেস্ট রোটারিয়ানের পুরস্কার ছাড়াও রোটা. মাহবুবুর রহমান সুমন পোলিও ফান্ডে কন্ট্রিবিউশন ও ডিস্ট্রিক্ট ইভেন্টে সর্বোচ্চ উপস্থিতি ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন। পরে অনুষ্ঠানে আয়োজিত র‌্যাফেল ড্র-তেও তিনি একটি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, রোটা. মাহবুবুর রহমান সুমন ২০১৬ সালে চাঁদপুর রোটারী ক্লাবের সদস্য হন। এর আগে তিনি ১৯৯০ সালে চাঁদপুর সেন্ট্রাল রোটার‌্যাক্ট ক্লাবের চার্টার মেম্বার (প্রতিষ্ঠাতা সদস্য) হিসেবে রোটারী আন্দোলনে যোগ দেন। পরে তিনি ঐ ক্লাবের সেক্রেটারী (১৯৯২-৯৩) ও সভাপতি (১৯৯৫-৯৬) এর দায়িত্ব পালন করেন। তিনি দেশে এবং দেশের বাইরে রোটারী-রোটার‌্যাক্ট সম্পর্কিত বিভিন্ন সভা, সেমিনার, সমাবেশ ও সম্মেলনে যোগ দেন।

আরো পড়ুন  জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২২ উপলক্ষে মতলব উত্তরে র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ - Rknews71

১৯৯২ সালে ভারতের কলকাতায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় রোটার‌্যাক্ট সম্মেলনে-রোটাশিয়া (জড়ঃধংরধ’৯২) তিনি ক্লাবের একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছিলেন। চলতি বছর তিনি কলকাতায় রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৯১ এর কন্ফারেন্সেও অংশ নেন। রোটা. সুমন ২০২২-২৩ রোটারীবর্ষে রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের পাবলিক রিলেশন কমিটির কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩-২৪ রোটারীবর্ষে তিনি ডিস্ট্রিক্ট জিএমএল টিমের কো-চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাকালীন চীফ রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর প্রবাহের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০৬ সালে দৈনিক ইল্শেপাড়ের প্রতিষ্ঠালগ্নে যুগ্ম-সম্পাদক হিসেবে যোগ দেন। এছাড়া তিনি দেশের খ্যাতিমান পত্রিকা প্রথম আলোর কন্ট্রিবিউটর হিসেবেও প্রায় ৩ বছর কাজ করেন। সাংবাদিক সুমন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

চাঁদপুর সরকারি কলেজ থেকে স্নাতক মাহবুবুর রহমান সুমন চাঁদপুরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি চাঁদপুরের নাট্য সংগঠন বর্ণচোরা নাট্যগোষ্ঠী এবং গুয়াখোলা ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির একজন আজীবন সদস্য। ছাত্রজীবনে তিনি ৬ বছর ঢাকার তেজগাঁওস্থ নাখালপাড়া উচ্চ বিদ্যালয়ের স্কাউটস দলের নেতৃত্ব দেন এবং চাঁদপুর সরকারি কলেজের বিএনসিসি দলের সদস্য ছিলেন।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ 
মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন
চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ 
হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি
হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

আরও খবর

error: Content is protected !!