চাঁদপুরের কচুয়ায় একই পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টায় শিশু দুটিকে খুঁজে পাওয়া না গেলে বাড়ির পুকুরে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখা যায়।
মারা যাওয়া শিশু দুটি হলো পৌরসভাধীন ৪নং ওয়ার্ড কড়ইয়া গ্রামের উষা গাজী বাড়ির আলমের ছেলে মেহেদী হাসান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহত জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, দুপুরের দিকে জাবেদ তার চাচাতো ভাই সহপাঠীদের সাথে খেলতে যায়। প্রায় দু ঘন্টা যাবৎ তাদের কোনো খোঁজ ছিলো না। এক পর্যায়ে দুপুর দেড়টায় পার্শ্ববতী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন হাছানের ফুফু। এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করা হয়। তন্মধ্যে দেখি আমার ছেলে জাবেদ মৃত্যুবরণ করেছে।
আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে ।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
এ দিকে মেহেদী হাছান ও জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।
আহসান হাবীব সুমন কচুয়া চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় একই পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকাল ৩টায় শিশু দুটিকে খুঁজে পাওয়া না গেলে বাড়ির পুকুরে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখা যায়।
মারা যাওয়া শিশু দুটি হলো পৌরসভাধীন ৪নং ওয়ার্ড কড়ইয়া গ্রামের উষা গাজী বাড়ির আলমের ছেলে মেহেদী হাসান (৫) ও মাসুদ বাবুর্চির ছেলে জাবেদ (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহত জাবেদের বাবা মাসুদ বাবুর্চি বলেন, দুপুরের দিকে জাবেদ তার চাচাতো ভাই সহপাঠীদের সাথে খেলতে যায়। প্রায় দু ঘন্টা যাবৎ তাদের কোনো খোঁজ ছিলো না। এক পর্যায়ে দুপুর দেড়টায় পার্শ্ববতী পুকুরে গোসল করতে গিয়ে তাদের দুজনকে পানিতে ভেসে উঠতে দেখেন হাছানের ফুফু। এমন দৃশ্যে তিনি চিৎকার করতে থাকেন। তখন আশেপাশের লোকজন আমাদের খবর দেয়। দ্রুত তাদের উদ্ধার করা হয়। তন্মধ্যে দেখি আমার ছেলে জাবেদ মৃত্যুবরণ করেছে।
আর হাছানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকেও মৃত বলে ঘোষণা করে ।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জাহিদ হোসাইন জানান, মেহেদী হাছান নামে পানিতে ডুবে যাওয়া একজন শিশুকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে।
এ দিকে মেহেদী হাছান ও জাবেদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।