চাঁদপুরের কচুয়ায় উপজেলার কড়াইয়া ইউনিয়নের নলুয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে মাছ চাষির পুকুরে বিষ ঢেলে ৫০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশী খলিলুর রহমানের ছেলে গিয়াস উদ্দিনের বিরুদ্ধে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গিয়াস উদ্দিন ওই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগীর।
কচুয়া থানার অভিযোগ সূত্র ও অভিযোগকারী ভুক্তভোগী নলুয়া গ্রামের আবু হানিফের ছেলে মঞ্জুরুল আজিজ বলেন, আমার বসত বাড়ির ৩০ শতাংশ জলকরের একটি পুকুর ৫ বছরের জন্য লিজ দেওয়ার প্রস্তাব করলে বিবাদী গিয়াস উদ্দিনকে আমার পুুর ৫ বছরের জন্য লিজ চুক্তি সম্পাদন কির । ৫ বছরের মেয়াদ ২/০২/২০২৫ইং তারিখে শেষে হওয়ার পূর্বে বিবাদীকে একাধিক বার বরার পর বলার পরে মাছ ধরে পুকুর খালি করে দেয়ার পরে আমি প্রায় ৫০ হাজার টাকার দেশী বিভিন্ন প্রজাতির মাছ ফেলি । আমি আমার পুকুরে মাছ ফালানোর পর বিবাদী আমাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি হুমকি ধামকি প্রদর্শন করে পূর্ণরায় তার কাছে লিজে পুকুর দেওয়ার জন্য। এরই ধারাবাহিকতায় গত ১১ ফেব্রুয়ারি সকালে আবু হানিফ, জাহানারা বেগম ও আবুল হোসেন আমার অভিযোগের সাক্ষীদের উপস্থিতিতে আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার পুকুরে থাকা ৫০, হাজার টাকার মাছ মেরে ক্ষতি সাধন করলে এই ঘটনায় কচুয়া থানায় আমি গিয়াস উদ্দিনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি এঘটনার কচুয়া উপজেলা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করি।
এবিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান,বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।