Header Border

ঢাকা, শুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ (বসন্তকাল)
শিরোনাম
কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ  মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ  হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র উদ্যোগে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভার আয়োজন করা হয়েছে হাজীগঞ্জে স্বাধীনতা ও জাতীয়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজট মুক্ত রাখতে অনড় কাঁচপুর হাইওয়ে পুলিশ

শাহরাস্তিতে জেলা বিএনপির নতুন নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।

চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটিতে শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার  বিএনপির নতুন নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি উপজেলা বিএনপি। ৮ জুলাই সকালে পৌর এলাকার নুরানী মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক বিএনপির নেতা কাজী জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  হাবিবুর রহমান পাটোয়ারীর ও সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাইফুল করিম মিনানের যৌথ সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত জেলা বিএনপির উপদেষ্টা হাজীগঞ্জ পৌর সভার সাবেক মেয়র আঃ মান্নান খান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটোয়ারী, আঃ মান্নান পাটোয়ারী, হাজীগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা, জেলা বিএনপির মসৎজীবী সম্পাদক শাহরাস্তি পৌর সভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার কামাল হোসেন, এড. কামাল হোসেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় মহিলা নেত্রী হাসিনা আক্তার। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আমরা ঐক্যবদ্ধ, আগামী নির্বাচনে দল থেকে যাকেই মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। নেতৃবৃন্দ আরও বলেন, যার কারণে দলের মধ্যে বিভাজন সৃষ্টি হয়, পকেট কমিটি করে ত্যাগী নেতাকর্মীদের হয়রানি করে সেই প্রার্থী কে বয়কট করতে হবে। তারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। দলের যে কোন নির্দেশ পাওয়া মাত্রই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে।
অনুষ্ঠানের শুরুতে নেতৃবৃন্দ প্রয়াত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মিয়াজী ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ছিদ্দিকুর রহমানের কবর জিয়ারত করেন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকালে সংবর্ধনা অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। এরপর উদযাপন কমিটির পক্ষথেকে সবাইকে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন, পৌরসভার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকাল থেকেই বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠান স্হলে উপস্থিত হন। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উদযাপন কমিটির সদস্য সচিব সাইফুল করিম মিনার, জাকিরুল ইসলাম খান ও ফখরুল ইসলাম।

আরো পড়ুন  নারায়ণগঞ্জে শ্রমিকের সুবিধার্থে ওএমএস ও টিসিবি ট্রাক সেলের কার্যক্রমের সময় বৃদ্ধি 

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কচুয়া অসহায়দের মাঝে একতা বন্ধন যুব সমাজকল্যাণের গরু গোস্ত ও খাদ্য সামগ্রী বিতরণ 
মানবসেবা সংস্থা এইচএসও’র কার্য-নিবাহী পরিষদ গঠন
চাঁদপুরের কচুয়ায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ
চাঁদপুরের কচুয়ায় পুকুরে ভেসে উঠলো দুই চাচাতো ভাইয়ের লা*শ 
হাজীগঞ্জে এনআইডি সেবা নির্বাচন কমিশনে রাখার দাবিতে অবস্থান কর্মসূচি
হাজীগঞ্জের কোরআনে হাফেজ জমজ দুই ভাইয়ের সাফল্যও জোড়ায় জোড়ায়,ভর্তির সুযোগ পেলেন বুয়েট-চুয়েটে

আরও খবর

error: Content is protected !!