বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সহ-সভাপতি ও চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের সমর্থনে জাতীয় শোকদিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমের নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া শোকর্যালিটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফরিদগঞ্জ বাজারস্থ লাকী সুপার মার্কেটের দ্বিতীয় তলার সভাকক্ষে শোকদিবসের আলোচনা সভা সম্পন্ন হয়৷
উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফফার সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পপতি সিআইপি জালাল আহমেদ। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি চেতনার নাম। যা হত্যার মাধ্যমে শেষ করে দিতে চেয়েছিল ঘাতকরা। কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের নিঃশ্বাসের সাথে জড়িয়ে রয়েছে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান। বাঙালি যতদিন থাকবে বঙ্গবন্ধু ততদিন মানুষের মাঝে বেঁচে থাকবে। আমাদের দেশ যখন এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে দেশবিরোধীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। দেশের উন্নয়ন তারা সহ্য করতে পারে না। তাই আমাদের এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। তিনি বলেন, পঁচাত্তরের কালোরাত ১৫ আগস্টে আমরা হারিয়েছি আমাদের মহান নেতা ও তাঁর পরিবারের সদস্যদের। তখন থেকেই শোকাহত বাঙালি জাতি। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুন্দর একটি দেশ উপহার দিতে চাই।
শোকদিবসের আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৪নং ইউনিয়নের ইউপি সদস্য নান্টু মিজি ও যুবলীগ নেতা ইসমাইল পাটওয়ারী।
সভায় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রহিম নিলফ, উপজেলা যুবলীগ নেতা রিপন পাটওয়ারী, মাসুম পাটওয়ারী, হাবিবুর রহমান নয়ন, ১৫নং ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি স্বপন পাটোয়ারীসহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ও অন্যান্যরা।