হাজীগঞ্জের টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের একাডমির চারতলা ভীত বিশিষ্ট একাডেমিক ভবনের ২য়, ৩য় ও ৪র্থতলার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ জহির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন,চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে টেলিকনফারেন্সে দিক-নির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, আমাদের কাজ হলো স্কুল-কলেজ মাদরাসার উন্নয়ন করা। তোমাদের কাজ হলো আমাদের ভালো ফলাফল উপহার দেয়া।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীন না করতেন, তাহলে এ দেশটা হতো সদান, ফিলিস্তিন অথবা আফগানিস্তান। তোমরা শিক্ষার স্বাদ পেতেনা। দু’বেলা খেতে পারতেনা। চার দিকে লাশ আর লাশ পড়ে থাকতো। আজ আমরা স্বাধীনতার স্বাদ পাওয়ায় এতো উন্নয়ন করতে পেরেছি।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৮নং হাটিলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ আহম্মেদ মুন্সী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুক্তার আহমেদ আবির, সাধারণ সম্পাদক মেহেদি হাসান বাপ্পি প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।