চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক
মুহম্মদ শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী
উন্নয়নে কাজ করে যাচ্ছেন। নারীদের জন্য দুগ্ধ, শিক্ষার্থীদের জন্য শিক্ষা
ভাতা, মাতৃকালীন, বিধবা ও বয়স্কসহ বিভিন্ন ভাতা চালু করেছেন।
এজন্য আগামীতেও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে
প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে। বিএনপিরা অতিতে ভোট
কারচুপি করে ক্ষমতায় আসতো। এখন আর সেই সুযোগ নেই। সুষ্ঠু
এবং নিরপেক্ষ নির্বাচন হলে নৌকা মার্কায় জয়ী হবে।
চাঁদপুরের ফরিদগঞ্জের মজিদিয়া কামিল মাদ্রাসার মাঠে শুক্রবার (২৯
সেপ্টেম্বর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে
নারী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা
বলেন।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হালিমা বেগম’র
সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক
সভাপতি খাজে আহমেদ মজুমদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা
পরিষদের প্যানেল মেয়র আলী আক্কাস পাটওয়ারী। রূপসা দক্ষিণ ইউনিয়নের
চেয়ারম্যান শরীফ খাঁন, চর দুঃখীয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ, উপজেলা যুবলীগের আহŸায়ক আবু
সুফিয়ান শাহীন, সাবেক আহŸায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী
প্রমুখ।