আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ সফল করার লক্ষে হাজীগঞ্জে বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সৌনাইমূড়ি গ্রামস্থ কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলার বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক’র বাসভবনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্দ্যােগে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইমাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলার বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক এম এ নাফের শাহ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আবুল খায়ের মজুমদার, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. খোরশেদ আলম ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল।
ওই সময় উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান কানু পাটওয়ারী, শেখ আলী আকবর, বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নুরুল আমিন হেলাল, উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, যুগ্ন-আহবায়ক মো. হুমায়ন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউসুফসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।