হাজীগঞ্জে এক দিনে শিশুসহ ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ অক্টোবর) সকালে দেড় বছর বয়সি শিশু আরিয়ান বিদ্যুৎস্পৃষ্টে ও ৫২ বছর বয়সি নারী শাহিদা বেগম পুকুরের পানিতে ডুবে মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
মারা যাওয়া শিশু আরিয়ান উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল গ্রামের জালাল উদ্দিন বেপারী বাড়ির মো. মেহেদী হাসানের ছেলে এবং নিহত শাহিদা বেগম হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাড্ডা গ্রামের মজুমদার বাড়ির মো. এমরান হোসেনের স্ত্রী। শাহিদা বেগম মানসিক রোগী ছিলেন বলে তাঁর স্বজনরা জানান।
জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে আরিয়ান নিজ বসতঘরের খাটের উপর খেলাধূলা করার সময় ঘরে বেড়ার সাথে থাকা বিদ্যুতের সুইচে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎখনিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর দিকে সকালে ৯টার দিকে পুকুরে হাত-মুখ ধৌত করার উদ্দেশ্যে বসতঘর থেকে বের হন শাহিদা বেগম। বেশ কিছুক্ষন পর তিনি ঘরে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে খুঁজতে বের হয়। এক পর্যায়ে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করলে স্থানীয় গ্রাম্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, অভিযোগ না থাকায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) কাছে লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশু আরিয়ান ও শাহিদা বেগমের মরদেহ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।