শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশের হাতে জনপ্রতিনিধিসহ ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতিসহ গুরুত্বপূর্ণ ২৭জন নেতা আটক হয়েছেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহা সমাবেশে যোগদানকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন স্থান থেকে তাদের আটকের বিষয়টি বিএনপির সাংগঠনিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
আটককৃতরা হলেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান চৌধুরী, বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন,ভিপি মজিবুর রহমান দুলাল, আবু জাফর খসরু মোল্লা, মাসুদ আলম, শাহাদাত হোসেন নয়ন,সাবেক প্রচার সম্পাদক মাসুদ মেম্বার, ফরিদগঞ্জ উপজেলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আক্তার হোসেন এবং বালিথুবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন স্বপন, বিএনপি নেতা আজাদ পাটওয়ারী, হেলাল সরকার, স্বেচ্ছাসেবক দল নেতা এমরান হোসেন বেপারী, ছাত্রদল নেতা সাগর। আটকের বিষয়টি পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেনসহ ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও আটককৃতদের স্বজনরা নিশ্চিত করেছে।
এদিকে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের অহেতুক আটক ও গ্রেফতারের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে সকলনেতাকর্মীর নিঃস্বার্থ মুক্তি দাবি করেছেন উপজেলা বিএনপি, উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দল।