আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী।
১৩ নভেম্বর (সোমবার) বিকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আগামিকাল ১৪ নভেম্বর (মঙ্গলবার। জেলা প্রশাসকের কাছে তার পদত্যাগ পত্র জমা দিবেন।
এদিকে পদত্যাগের ঘোষণার পর সোমবার তার নির্বাচনী হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকায় বিশাল শোডাউন করেছেন।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গাজী মাঈনুদ্দিন বলেন, তৃণমূল নেতৃবৃন্দের ইচ্ছার বহিঃপ্রকাশ বাস্তবায়নে আমি আগে থেকেই পদত্যাগ করলাম। পদে থেকে জনসংযোগ ও রাজনৈতিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যাওয়া সম্ভব না বলেই পদত্যাগ করেছি।
তিনি বলেন, আমার যথেষ্ট জনসমর্থন আছে এবং নেতাকর্মী ও সমর্থকরা আমার সাথে আছেন। দলের মনোনয়ন পেলে সংসদ নির্বাচনেও আমি জয়লাভ করব বলে আশাবাদী।