মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক মতলব উত্তর
প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
সোমবার (১৩ নভেম্বর) সকালে মতলব উত্তর থানা পুলিশের আয়োজনে অফিসার ইনচার্জ (ওসি)র
কার্যালয়ে মতবিনিময়কালে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন,
সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিকের লক্ষ্য একই। সাংবাদিকদের কাজ
অনিয়ম তুলে ধরা এবং পুলিশের কাজ অপরাধ নির্মূলে কাজ করা। সাংবাদিকরা সমাজের দর্পণ।
পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী
নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আমি নতুন এসেছি, অপরাধ
দমনে আপনারা সবাই আমাকে সহযোগীতা করবেন।
তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, মতলব উত্তরে
সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দ্রæত ও সর্বোচ্চ সেবা দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইনকিলাব
প্রতিনিধি মাহাবুব আলম লাভলু, মতলব উত্তর সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক
মনিরুল ইসলাম মনির, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি বিমল দেবনাথ, সাংবাদিক শহিদুল
ইসলাম খোকন, প্রেসক্লাবের যুগ্ম সাধাণ সম্পাদক লিয়াকত হোসেন, সাংগঠনিক সম্পাদক
মো. দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রানা, সদস্য সুমন আহমেদ, রেদওয়ান খান রাজন,
তাজুল ইসলাম সাগর, কামরুল হাসান রাব্বী’সহ অন্যান্যরা।