বৃটেনের রাজধানী লন্ডনের টাওয়ার হ্যামলেটের সাবেক কাউন্সিলর ও লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রুহুল আমিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, জাতীয় পার্টি পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহির হোসাইন টিপু (জে.এইচ টিপু)।
সম্প্রতি রাজধানী ঢাকার গুলশান-চায়না গ্রিল রেষ্টুরেন্টে সৌজন্য সাক্ষাৎকালে এ দুই নেতা কুশল বিনিময় এবং জাতীয় পার্টির রাজনৈতিক বিষয়ে আলোচনা করেন। এসময় দলীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রবাসী নেতা রুহুল আমিনকে হাজীগঞ্জে আসার আমন্ত্রণ জানান জহির হোসাইন টিপু।
উল্লেখ্য, প্রবাসে জাতীয় পার্টির নেতৃত্বের পাশাপাশি রুহুল আমিন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট-সুনামগঞ্জের রহুল আমিন নগরের প্রতিষ্ঠাতা এবং রুহুল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি লন্ডনের একজন বিশিষ্ট বাংলাদেশী ব্যবসায়ী।