বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও চারবারের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পথসভায় অংশগ্রহণ করেছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ সর্বস্তরের জনসাধারণ।
হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা ও সভাপতি প্রার্থী মো. হাবিব উল্লাহ পাটওয়ারীর নেতৃত্বে বুধবার (২৭ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত নৌকার পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ্রগহণ করেন।
এদিন ইউনিয়নের গন্ধর্ব্যপুর বাজার সংলগ্ন এলাকা, কাকৈরতলা জনতা কলেজ মাঠ, মোহাম্মদপুর চৌরাস্তা ও মালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠসহ চারটি স্থানে নৌকা প্রতীকের পথসভা অনুষ্ঠিত হয়।
মোহাম্মদপুর চৌরাস্তায় অনুষ্ঠিত পথসভায় মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমকে ফুলেল শুভেচ্ছা জানান, যুবলীগ নেতা মো. হাবিব উল্লাহ পাটওয়ারী। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে পথসভা প্রাঙ্গণ। সভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।