চাঁদপুরের ঐতিহ্যেবাহী ইসলামপুর দরবার শরীফের ৮১ তম ইছালে ছাওয়াব মাহফিল শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর ফুরফুরা শরীফের পীরে কামিল, মুজাদ্দিদে জামান, শাহছুফি আলহাজ্ব হযরত মাওলানা আবু বকর ছিদ্দিকী আল কুরাইশী (রহ.) এর সুযোগ্য খলিফাদ্বয় পীরে কামিল আলহাজ্ব হযরত মাও. শাহছুফি মো.ইয়াছিন (রহ). ও পীরে কামিল আলহাজ্ব ছুফি মো. খলিলুর রহমান (রহ). এর প্রতিষ্ঠান ফরিদগঞ্জ উপজেলার ইসলামপুর শাহ্ ইয়াছিন (রহ.) ফাযিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়ে আসছে।
১৬ ও ১৭ জানুয়ারী প্রথম দিন বৃহস্পতি ও দ্বিতীয় দিন শুক্রবার উক্ত মাহফিলের সভাপতিত্ব করবেন দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীনের সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন।
দুইদিন ব্যাপী ওয়ায়েজনে কেরামগণ হচ্ছেন, ফুরফুরা দরবার শরীফ ভারত, আব্দুল্লাহিল মারুফ ছিদ্দিকী আল কোরাইশী, দেশের প্রখ্যাত আলেমেদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মো. রুহুল আমিন আফসারী, আন্তর্জাতিক বক্তা আলহাজ্ব হযরত মাওলানা নেছার আহমাদ, পীরজাদা আলহাজ্ব হযরত মাওলানা মু. কুতুবুল আজম খান, হযরত মাওলানা শরীফ হাবিবুর রহমান যুক্তিবাদী, মাওলানা মাজহারুল ইসলাম, হযরত মাওলানা আমীর হোছাইন, মাওলানা মো. মাহবুবুর রহমান, হযরত মাওলানা মুহাম্মদ বেলাল হোসাইন চিশতীসহ স্থানীয় ওলামায়ে কেরামগণ তাশরীফ আনিবেন।