চাঁদপুরে উদ্ধারকৃত ১৩টি চোরাই মোটরসাইকেল প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে
দিয়েছে পিবিআই।
মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে বাবুরহাটের পিবিআই জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে
মোটরসাইকেল মালিকদের হাতে তাদের মোটরসাইকেল বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘসময় পরে তেমন কোনো আইনি জটিলতা ছাড়াই নিজের মোটরসাইকেলটি হাতের কাছে
পেয়ে আবেগ আপ্লæত মোটরসাইকেল মালিকরা।
বিষয়টি নিশ্চিত করে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ বলেন, এই
চোরাই মোটরসাইকেল উদ্ধারকাজে নেমে এখন পর্যন্ত শতাধিক চোরের সন্ধান পেয়েছে
পিবিআই। তার মধ্যে থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা উদ্ধারকৃত ১৩টি
মোটরসাইকেল প্রকৃত মালিকদের খুঁজে এনে পর্যায়ক্রমে তাদের হাতে আইনি প্রক্রিয়ায়
পৌঁছে দিবো।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ
সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার
সাংবাদিকবৃন্দ।