চাঁদপুরের শাহরাস্তিতে শান্তুিপূর্ণ ও জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো গাউছুজ্জামান ইমাম উদ্দীন শাহ রাজাপুরী রহমাতুল্লাহ্ আলাইহির ৫৮তম উরশ মোবারক।
২৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর থেকে রাত ব্যাপী এই আয়োজনটি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক ইসলাম প্রচারক রাজাপুরা দরবার শরীফের গদীশান পীরে ত্বরিকত হযরাতুল আল্লামা আলহাজ্ব শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী। ওয়াজ মাহফিলে বয়ান করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়দ্বীন মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোজাহেদী, সাইখুল হাদিস হযরাতুল আল্লামা আশরাফুজ্জামান আল-কাদেরী, হযরাতুল আল্লামা সাইফুল আজম বাবর আজহারী, হযরাতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, হযরাতুল আল্লামা মোশাররফ হোসেন হেলালী, হযরাতুল আল্লামা আব্দুল মোস্তফা রাহীম আল-আযহারী, হযরাতুল
আল্লামা মুফতি শহিদুল্লাহ বাহাদুর,
হযরাতুল আল্লামা রফিকুল ইসলাম হেলালী, হযরাতুল আল্লামা শরীফুল ইসলাম শাহ আল- কাদরী, হযরাতুল আল্লামা আবুল হাসেম শাহ মিয়াজী, হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরী, হাফেজ মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদেরীসহ দেশবরেণ্য ওলামায়দ্বীন তাসরিফ পেশ করেন। উক্ত উরশ মোবারকে আল্লাহর অলিগনের রুহানী ফয়েজ বরকত হাসিল করতে ওলামায়ে কেরামগনের তাসরিফে হাজার হাজার আশেক ও ভক্তবৃন্দ যোগ দিয়েছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দের ভিড়ে মাহফিলস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে নানান প্রকৃতির শত শত দোকানী তাদের দোকান সাজিয়ে বসেছেন। পুরো মাহফিলকে নিয়ন্ত্রণ করতে দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তজনিত কারনে স্থানিয় থানা ও জেলা থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।
২৩ ফেব্রুয়ারী শুক্রবার দুপুর থেকে রাত ব্যাপী এই আয়োজনটি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক ইসলাম প্রচারক রাজাপুরা দরবার শরীফের গদীশান পীরে ত্বরিকত হযরাতুল আল্লামা আলহাজ্ব শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী। ওয়াজ মাহফিলে বয়ান করেছেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওলামায়দ্বীন মুফতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোজাহেদী, সাইখুল হাদিস হযরাতুল আল্লামা আশরাফুজ্জামান আল-কাদেরী, হযরাতুল আল্লামা সাইফুল আজম বাবর আজহারী, হযরাতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদী, হযরাতুল আল্লামা মোশাররফ হোসেন হেলালী, হযরাতুল আল্লামা আব্দুল মোস্তফা রাহীম আল-আযহারী, হযরাতুল
আল্লামা মুফতি শহিদুল্লাহ বাহাদুর,
হযরাতুল আল্লামা রফিকুল ইসলাম হেলালী, হযরাতুল আল্লামা শরীফুল ইসলাম শাহ আল- কাদরী, হযরাতুল আল্লামা আবুল হাসেম শাহ মিয়াজী, হাফেজ মাওলানা আমির হোসেন রায়পুরী, হাফেজ মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাদেরীসহ দেশবরেণ্য ওলামায়দ্বীন তাসরিফ পেশ করেন। উক্ত উরশ মোবারকে আল্লাহর অলিগনের রুহানী ফয়েজ বরকত হাসিল করতে ওলামায়ে কেরামগনের তাসরিফে হাজার হাজার আশেক ও ভক্তবৃন্দ যোগ দিয়েছেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভক্তবৃন্দের ভিড়ে মাহফিলস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। মাহফিলকে কেন্দ্র করে নানান প্রকৃতির শত শত দোকানী তাদের দোকান সাজিয়ে বসেছেন। পুরো মাহফিলকে নিয়ন্ত্রণ করতে দুই শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। এছাড়াও সার্বিক নিরাপত্তজনিত কারনে স্থানিয় থানা ও জেলা থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।