চাঁদপুরের হাজীগঞ্জে ঐতিহ্যবাহী রামকানাই উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর
ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৭ মার্চ) অত্র বিদ্যালয় হলরুমে সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ১০ম শ্রেণির ছাত্র
সাকিব ও গীতাপাঠ করেন,১০ম শ্রেণির ছাত্র অনিক সাহা।
সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন,প্রধান শিক্ষক মোঃ আঃ হক।
তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিব এবং বাংলাদেশ একই সুত্রে গাঁথা।বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই একমাত্র ভাষণ যার মধ্য দিয়ে গোটা বাঙালি জাতি সকল দ্বিধা-দ্বন্দ্ব, সন্দেহ-অবিশ্বাস ঝেড়ে স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতার চেতনায় উদ্দীপ্ত বাঙালি জাতির জন্য ছিল পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের শৃঙ্খল ছিন্ন করে জাতীয় মুক্তি বা স্বাধীনতা অর্জনের লক্ষ্যে চূড়ান্ত সংগ্রামের সূচনা।
তিনি আরো বলেন,পৃথিবীর ইতিহাসে যতগুলো গুরুত্বপূর্ণ ভাষণ আছে, এর মধ্যে অন্যতম একটি হলো ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ৭ মার্চের বক্তব্যের আবেদন অপরিসীম। একটি ভাষণেই পাল্টে দিল বাঙালির ইতিহাস। বাঙালি হয়ে উঠল স্বাধীনতাকামী। রাজনৈতিক বা স্বাধীনতার ঘোষণার ইঙ্গিতবাহী ভাষণ হলেও সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকেও এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ মার্চের বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের অনুপ্রেরণা দেয়, অনুরণিত করে। এই বক্তব্য বিশ্বব্যাপী স্বাধীনতা অনুরাগী মানুষেরও অনুপ্রেরণার উৎস হিসেবে যুগ যুগ টিকে থাকবে।
সভা সঞ্চালন করেন,সহকারী শিক্ষক ফরহাদ হোসেন।
সভায় বক্তব্য রাখেন,সহকারী শিক্ষক জোবেদা আক্তার,ইমান হোসেন,ইয়াকুব আলী,সাইফুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন,শিক্ষক-শিক্ষিকাবৃন্দএবং শিক্ষার্থীবৃন্দ।